Hello Everybody কেমন আছেন সবাই আশাকরি সবাই অনেক বেসি ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো Walton এর একটি Ac নিয়ে। যার মডেল হলো walton wsi riverine pro-18cতো আপনি যোদি এই Ac টি ক্রয় করতে চান তাহলে আজলে পোস্টি অবশ্যই সম্পূর্ণ পরবেন কারন এই পোস্টি পড়লে মোটামুটি এসিটি সম্পর্কে একটা ধারনা পেয়ে যাবেন।
এ বছর গরম তুলনামূলক বেশি। কয়েক মাস ধরেই চলছে অসহনীয় ভ্যাপসা গরম। ফলে, গত কয়েক বছরের চেয়ে এবার সারা দেশে এয়ার কন্ডিশনার বা এসির বিক্রি বেড়েছে কয়েকগুণ। বিক্রেতাদের মতে, এবারের গরমে গ্রাহকপ্রিয়তার শীর্ষে রয়েছে ওয়ালটন এসি। বছরের প্রথম ৫ মাসে ওয়ালটন বিক্রি করেছে রেকর্ড পরিমাণ এসি।